পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে গতকাল বিপিটিএ জেলা কমিটির প্রাক্তন সভাপতি শিক্ষক গোকুলচন্দ্র মুড়ার উপর প্রাণঘাতি হামলা চালায় দুষ্কৃতীরা |অভিযুক্ত দুষ্কৃতীরা এখনো গ্রেপ্তার না হয় তাদের গ্রেপ্তারের দাবিতে ও কঠোর শাস্তি দাবিতে জেলা এসপি অফিসে ডেপুটেশন দিল BPTA উপস্থিত ছিলেন দলীয় রাজ্য নেতা মেঘনাথ খামরই সুবল সামন্ত জেলা সভাপতি নিমাই পতিদার প্রমুখরা।