আইনের রক্ষক পুলিশ। দিন হোক কিংবা রাত। বছরের প্রতিটা দিন প্রতিটা সময় আইনের রক্ষক হিসাবে কাজ করে পুলিশ। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের পরিষেবা প্রদান করে পুলিশ। তাই আজ পুলিশ দিবসের এই বিশেষ দিনে ফুল এবং মিষ্টি নিয়ে ইংলিশ বাজার থানায় হাজির ইংলিশ বাজার শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। আজকের এই বিশেষ দিনে সমাজে পুলিশের ভূমিকা কে সম্মান জানাতে ইংলিশ বাজার থানায় কর্মরত প্রত্যেক পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের সংবর্ধনা জানানো হল।