দুর্গোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ঝাড়গ্রাম পৌরসভা ও ঝাড়গ্রাম ব্লকের সমস্ত পুজা কমিটিকে নিয়ে বৈঠকের আয়োজন করল ঝাড়গ্রাম থানা। বুধবার দুপুরে ঝাড়গ্রাম থানা চত্বরে হয় এই আলোচনা সভা। পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পৌরসভা ও গ্রামীণ এলাকার মোট ৮৫ টি পুজা কমিটিকে সুষ্ঠু ভাবে পুজো করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পুজো করতে হলে বিদ্যুৎ সহ সরকারি বিভিন্ন দফতরে অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়।আগে থেকে বিদ্যুৎ, দমকল সহ একাধিক জায়গার অনুমোদন নিতে বলা হয়।