দক্ষিণ ২৪ পরগানা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত চকদুলালপুর অরুণাদয়ের সংঘের উদ্যোগে লটারি ক্লাবের সহযোগিতায় স্থানীয় শ্রমজীবী মানুষদের হাতে তুলে দেওয়া হল ভ্যান গাড়ি পাশাপাশি তুলে দেওয়া হয় হেল্প কাট, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপির বিধানসভার বিধায়ক যোগ রঞ্জন হালদার।