ভদ্রপুর গ্রাম মেতেছে পাশাপাশি দুই মনষা ঠাকুরের পূজোয়। বহু পুরনো এই পুজো। এলাকাবাসীদের পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে ভক্ত প্রাণ মানুষ পুজো দিতে আসেন এই দুই মন্দিরে। এই মনসা পূজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় ঝাপান উৎসব। এই ঝাপান উৎসব গোটা গ্রাম প্রদক্ষিণ করে। পুজো উপলক্ষে বসেছে মেলা ।অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স।