তিন মাস অতিক্রম হয়ে গেলেও নাবালিকা মেয়েকে উদ্ধার করতে পারল না আর কে পুর মহিলা থানা পুলিশ, অভিযোগ করে নাবালিকা কন্যার মা। সংবাদে জানাজায় উদয়পুর টেপানিয়া এলাকার নাবালিকা মেয়ে মে মাসে নিখোঁজ হয়। আর কে পুর মহিলা থানায় মিসিং ডায়েরী করা হয়। মিসিং ডায়েরি করার পরও পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি।