পূর্ব মেদিনীপুর নয়াচক-বয়ালে বালি খাদানের জলে মৃত্যু৭বছরের এক শিশুর আহত১০বছরের আরে শিশুকে আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়সূত্রে জানা যায় বালি খাদান এলাকায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে দুজনেই স্নান করতে খাদানের জলে নামে এবং তলিয়ে যায়। সেখান থেকেই বিপত্তি ঘটে