ইলেক্ট্রিক শকের জেরে হাসপাতালে ভর্তি থেকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। কাটোয়ার মার্কেটিং পাড়ার বাসিন্দা প্রতিমা দলুই (১৭) সোমবার রাতে লোহার গেট বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার ইংরেজি পরীক্ষা থাকায় বিষয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয়। সংসদের নির্দেশে হাসপাতালের সিক রুম থেকেই পরীক্ষার ব্যবস্থা করা হয়।