ক্রমাগত গঙ্গা নদীর জলস্তর নতুন করে বাড়তে শুরু করেছে। আর জল বাড়তে তীব্র নদী ভাঙ্গন শুরু হলো রতুয়ার শ্রীকান্তটোলা গ্রাম জুড়ে। গ্রামের এক প্রান্ত আগেই গঙ্গা গিলে খেয়েছিল এবারে অপরপ্রান্তে থাকা পরিবার গুলিও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে রয়েছেন। নতুন করে পাড় ভাঙছে গ্রাম জুড়ে। মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুত এই ভাঙ্গন আটকাতে কোনো রকম ব্যবস্থা না নিলে গঙ্গা গোটা গ্রাম নিশ্চিহ্ন করবে। উত্তরবঙ্গ ও নেপালে বৃষ্টির কারণে জল বৃদ্ধি।