Hingalganj, North Twenty Four Parganas | Sep 2, 2025
হেমনগরের সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশী গাঁজা পাচারকারী, ধৃতকে মঙ্গলবার দুপুর একটা নাগাদ হেমনগর কোস্টাল থানা থেকে পাঠানো হলো বারাসাত আদালতে পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানার অন্তর্গত কালিন্দী নদী দিয়ে নদী সাতরে এক গাঁজা পাচারকারী বাংলাদেশ থেকে ভারতে গাঁজা পাচার করার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে কর্মরত বিএসএফ ওই পাচারকারীকে আটক করে। পাচারকারীকে আটক করে বিএসএফ জানতে পারে তার নাম হাফিজুল মোল্ল