"আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা" এই গানের শ্রষ্টা , কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গীতিকার সলিল চৌধুরীর জন্ম শত বর্ষ উদযাপন, নাচ,গান কবিতার মধ্যে দিয়ে নব প্রজন্মের কাছে বার্তা দিল ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কমিটি বিলোনীয়া শাখা। রবিবার দুপুর বারটা নাগাদ বিলোনীয়া প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জহর চক্রবর্তী কে সভাপতি করে ত্রিপুরা সমন্বয় কমিটি বিলোনীয়া বিভাগীয় অফিস প্রাঙ্গনে সলিল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শ্রদ্বার্ঘ