অপারেশন প্রাপ্তি'তে ফের সাফল্য নানুর থানার। এবার নানুর থানা এলাকার বঙ্গছত্র গ্ৰামের বাসিন্দা মহাদেব নায়েক ও পিল খুণ্ডী গ্ৰামের বাসিন্দা ফোরাইহিম সেখ ওই দুজনেরই মোবাইল নানুর থানা এলাকার মধ্যে হারিয়ে যায় আর তারপরেই নানুর থানায় ওই দুই ব্যক্তি বিভিন্ন দিন সংশ্লিষ্ট থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে আর তারপরেই পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজ অর্থাৎ বুধবার মোবাইল দুটি উদ্ধার করে ওই দুই ব্যক্তি'র হাতে ফোন দুটি তুলে পুলিশ।তাঁরা মোবাইল গুলি ফিরে।