বালুরঘাটে পৌঁছল সত্য সাই বাবার জন্মশতবর্ষ উপলক্ষে যাত্রা করা রথ। হায়দ্রাবাদের প্রশান্তিনিলম থেকে সারাদেশের পাঁচটি দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে এই রথযাত্রা, যার একটি শনিবার বেলা প্রায় এগারোটা নাগাদ এসে পৌঁছয় বালুরঘাটে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার দুদিন রথটি বালুরঘাটে অবস্থান করবে। রথ আগমনকে কেন্দ্র করে শহরের ভক্তমহলে দেখা গেছে উচ্ছ্বাস। ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।