একদিকে স্কুলে চলছে ক্লাস, অন্যদিকে সেই স্কুল চত্বরে মাইক ও ধামসা মাদল বাজিয়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান। স্কুল চলাকালীন এধরনের কর্মসূচির জেরে ক্ষুব্ধ অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। খাতড়া ব্লকের ধানাড়া পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাই স্কুলে শুক্রবার স্থানীয় ১০৭, ১১৪ ও ১১২ নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন।