একনাগাড়ে টানা বৃষ্টি তার উপরে গালুড়ি থেকে জল ছাড়ায় সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পেতে নয়াগ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী একাধিক এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। জানা গেছে,নয়াগ্ৰামের পাতিনা,নরসিংহপুর,নীচু কমলাপুর সহ একাধিক এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন।আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার বিঘার পর বিঘা চাষের জমি নদী ভাঙ্গনের জেরে নদী গর্ভে চলে গেছে। দ্রুত বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর।