জামুড়িয়া ফ্রেন্ড ক্লাবের পরিচালায় দু দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হল জামুড়িয়া তরুন সংঘ বনাম রেখা একাদশ শিবডাঙ্গা রবিবার দুপুর সাড়ে তিনটের সময়। ২- ০ গোলে রেখা একাদশ জামুড়িয়া তরুন সংঘকে পরাজিত করে। জয়ী দলকে নগদ ৩৫ হাজার টাকা ও বিজেতা দলকে নগদ ৩০ হাজার টাকার পাশাপাশি ট্রফি তুলে দেওয়া হয়। এই খেলায় মোট আটটি দল অংশ নিয়ে ছিল। তার মধ্যে জামুড়িয়া তরুন সংঘের সাথে রেখা একাদশের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়। রেখা একাদশ ২ গোলে পরা