বামনহাটে স্কুটির ধাক্কায় নাবালক গুরুতর আহত, মহকুমা হাসপাতালে স্থানান্তর। বামনহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি নাবালক গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বামনহাট কলোনির মাঠ সংলগ্ন বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্গানগর এলাকার মানিক মোদকের ১২ বছর বয়সী ছেলে তার সাইকেল মেরামত করতে মেকানিকের দোকানের দিকে যাচ্ছিল। এমন সময় বামনহাটের দিক থেকে আসা একটি স্কুটি পেছন থেকে এসে তাকে ধাক্কা দেয়।