পুরুলিয়া দু নম্বর ব্লকের তৃণমূল মাদার সংগঠনের ব্লক সভাপতি হেমন্ত কুমার রজক । নতুন সহ-সভাপতি দায়িত্ব পেলেন রাজপতি প্রসাদ মাহাতো । ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী পদে আসীন হলেন রুক্মিণী মাহাতো এবং সহ-সভাপতি হলেন সমিরন বিবি । ব্লক সংগঠনের নতুন যুব সভাপতি করা হলো মৃত্যুঞ্জয় বাউড়ি কে । এর পাশাপাশি ব্লকের আইএনটিটিইউসির সভাপতি দায়িত্ব পেলেন মনোরঞ্জন দেওঘরিয়া ।