দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান মিললেও সরকারি কার্নিভালে অংশগ্রহণে অনীহা দেখা যাচ্ছে জেলার অধিকাংশ পুজো উদ্যোক্তা। ফলে চলতি বছরে মাত্র সাতটি ক্লাব অংশ নেয় এই কার্নিভালে। এবারে হিলির বিপ্লবী সংঘ সহ হিলির কোন ক্লাব অংশগ্রহণ করেনি। করেনি অন্যান্য বেশির ভাগ পুজো উদ্যোক্তা। এত কম ক্লাব কেন যোগ দিল তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। বিরোধীরা ইতিমধ্যেই বিষয়টি ঘিরে কটাক্ষ শুরু করেছে। এনিয়ে এদিন রাতে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।