ডেঙ্গু সংক্রান্ত বাড়িতে খবর নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার এক মহিলা স্বাস্থ্যকর্মী। আজ সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ সাঁকরাইলের বড়বাগান মান্না পাড়ায়। সাঁকরাইল থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ সাঁকরাইল এর মান্না পাড়ায় বিপ্লব মান্নার বাড়িতে কয়েকজন মহিলা স্বাস্থ্যকর্মী ডেঙ্গু সংক্রান্ত খোঁজখবর নিতে যান। দিন কয়েক আগে ওই বাড়ি থেকে ডেঙ্গুর লাভা পাওয়া যায় বলে অভিযোগ।