৩ সেপ্টেম্বর করমপুজো। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের গাড়ি লাইনের তরুণীরা করমপুজোর জন্য জাওয়া ঝুড়ি প্রস্তুত করলেন। এদিন নদী থেকে জল এবং বালি তুলে আনেন তাঁরা। তুলে আনা বালি ঝুড়িতে রেখে তাতে মেশানো হয় সাত রকমের শস্যদানা। এটিকে জাওয়া ঝুড়ি বলা হয়। এরপর ধামসা মাদলের তালে তালে নৃত্য পরিবেশন করেন তরুণীরা। জাওয়া ঝুড়িগুলি ওরা ঘরের অন্ধকার কোণে রেখেছেন। প্রতিদিন সকালবেলা স্নান করে কুমারি মেয়েরা জল ছিটাবেন ঝুড়িতে। জল পেয়ে