কেশপুর ব্লকের আনন্দপুর থানার অন্তর্গত ৭ নম্বর তেঘরি গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর,খুদিপিসি গ্রামের প্রায় ৫০ বিঘা জমি জলমগ্ন। ওসীনি মাঝি নামে এক গ্রামবাসী বলেন এটা একবার নয় সাত আট বার চাষযোগ্য জমি জলমগ্ন হয়েছে এবারেও টানা বৃষ্টির ফলে চাষযোগ্য জমি জলমগ্ন। পাবলিক নিউজ এর ক্যামেরায় দেখা গেল আজ সন্ধ্যা পাঁচটা নাগাদ এমনই চিত্র