শনিবার বিকেলে সাঁকরাইলের বারডাঙ্গা বিট এলাকায় দাঁপিয়ে বেড়ালো আনুমানিক ১২টি দাঁতাল হাতির একটি দল। জানা গেছে, খাবারের সন্ধানে দাঁতালের দলটি জঙ্গল ছেড়ে লোকালয়ের চাষের জমিতে তান্ডব চালিয়ে নষ্ট করল প্রায় ৮ কাঠা জমির ধান চাষ। মাথায় হাত চাষীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা। এই প্রসঙ্গে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো জানান তিনি ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে থাকার আশ্বাস দেয়।