সাব্রুম সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনীর bsf যাওয়ানের আত্মহত্যা । ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা ঘটে ৩১শে আগস্ট বেলা আনুমানিক একটা নাগাত। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত মেরুপাড়া বর্ডার আউটপোস্টে। মৃত জওয়ানের নাম উগ্রা রাম। তিনি বিএসএফের ১২১ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত