সোমবার দুপুর ২ ঘটিকায় বিধায়িকা শ্রীমতি কল্যাণ সাহারায়NHIDCL ঠিকাদার সংস্থার কর্মীদের নিয়ে তেঃমুড়া-অম্পি সড়কের বেহাল রাস্তা পরিদর্শন করে। উনার সঙ্গে ছিলেন তেঃমুড়ার SDM অবেদানন্দ বৈদ্য, TMC চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা। উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক বছর ধরে তেঃমুড়া-অম্পি সড়কটি বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ সহ যাত্রীদের।