আচমকা অপসারিত মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পবিত্র চট্টোপাধ্যায় কে সরিয়ে দেওয়ার নির্দেশ আচার্য তথা রাজ্যপালের। নির্দেশ ঘিরে ফের রাজ্য- রাজ্যপাল সংঘাত? এখনই উপাচার্যকে রিলিজ নয় রেজিস্টারকে অপেক্ষা করার নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের। এদিকে তাঁকে আর কোনও ফাইল না পাঠানোর জন্য রেজিস্টারকে নির্দেশ উপাচার্যের। সব মিলিয়ে প্রশাসনিক অচলাবস্থা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।