জানাযায় কয়েকজন যাত্রী নিয়ে ছোট উরমা হাটতলা থেকে টোটোটি বলরামপুর শহরে আসার পথে অন্য গাড়িকে পাস দিতে গিয়ে মুল রাস্তা থেকে নামতেই উল্টে যায়। ওই টোটোতে করে স্বপরিবারে বলরামপুর শহরে আসছিলেন পড়াস্যা গ্রামের সচিন মণ্ডল। টোটো উল্টে যাওয়াতে তার স্ত্রী সন্তানের কিছু না হলেও তার পায়ে গুরুতর চোট লাগে।