সোমবার বিকেল পাঁচটা নাগাদ কোচবিহার পুলিশ লাইনের মাঠে পুলিশ দিবস কে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো কোচবিহার সাব ডিভিশনাল প্রেসক্লাব ও জেলা পুলিশের মধ্যে। এদিন এই প্রীতি ফুটবল ম্যাচে জয় লাভ করে কোচবিহার জেলা পুলিশ। এরপর সাব ডিভিশনাল প্রেসক্লাবের পক্ষ থেকে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য পুলিশ সুপারের হাতে একটি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সাথে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা পুলিশের হাতে একটি ফুলের স্তবক দেওয়া হয়।