রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতি শ্রমিক দের মুজুরী বৃদ্বি,শ্রম কোড বাতিল ও শ্রম আইন সংশোধনের দাবি কে সামনে রেখে সিআইটিইউ বিলোনীয়া মহকুমা কমিটির একাদশ তম সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মলনের শুরুতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সংগঠনের পতাকা উত্তোলন করে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে বুধবার দুপুর বারটা নাগাদ এক মিছিল সংগঠিত করে। মিছিল টি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক নং টিলা এসে শেষ হয়, এবং সেখানে আশীষ দত্ত কে সভাপতি করে শুরু হয় সন্মেলনের প্র