তামান্না খুনের ঘটনায় ৮৩ দিনের মাথায় চার্জসিট দিলে কালিগঞ্জ থানার পুলিশ। মৃত তামান্নার পরিবারের পক্ষ থেকে মোট 28 জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। চার্জশিটে ১০ জনের নাম দেওয়া হয়েছে তবে তামান্না খুনের ঘটনার আইনজীবী কৃষ্ণনগর জেলা আদালত থেকে প্রতিক্রিয়া দিয়ে বলেন আগামী দিন আরও একটি চার্জসিট দেওয়া হবে আশা করছি তাতে বাকি অভিযুক্তদের নাম থাকবে।