বাম আমলে অধিগৃহীত জমিতে জমিহারাদের অন্ধকারে রেখে স্টিল কারখানা গড়ার প্রতিবাদে শুক্রবার দুপুরে রঘুনাথপুর ১ ব্লকের দুরমুট ষোল আনা চাষি কমিটির পক্ষ থেকে রঘুনাথপুরের SDOকে ডেপুটেশন দিল।এদিনের ডেপুটেশনে উপস্থিত শম্ভু গরাঁই,বাণেশ্বর গাঙ্গুলি জানান,রঘুনাথপুর ১ ব্লকের দুরমুট মৌজায় বাম আমলে বৃহত্তর শিল্প গড়ার জন্য জয় বালাজী শিল্প গোষ্ঠীকে তৎকালীন সরকার তাদের জমি অধিগ্রহণ করে শিল্প গড়ার জন্য দিয়েছিল।