Thakurpukur Mahestola, South Twenty Four Parganas | Sep 5, 2025
আজ বিশ্ব নবী দিবস গোটা বিশ্বজুড়ে পালন হচ্ছে এই দিনটি। বিশ্ব নবী দিবস উপলক্ষে সন্তোষপুর পীরডাঙ্গা দরগা থেকে বিশ্ব শান্তির উদ্দেশ্যে একটি শান্তি মিছিলে আয়োজন করা হয় উক্ত এই শান্তির মিছিলে উপস্থিত ছিলেন কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা।