আজ 24 সেপ্টেম্বর বুধবার আনুমানিক সকালের দিক থেকে। বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তগত মিএপুর অঞ্চলের।মিএপুর অঞ্চল হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতি অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে,অনুষ্ঠিত হয়েছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন,মিএপুর অঞ্চলের প্রধান,মিএপুর অঞ্চল হাই স্কুলে প্রধান শিক্ষক , সহ অন্যান্য শিক্ষকরা,ওবিশিষ্ট জনেরা।এদিন বেলার দিকে সেই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়।