বারাম রাস্তা দিয়ে মারধর হাত-পা বেঁধে ফেলে রাখে মাটিতে ভবানীপুর থানা পুলিশ এসে উদ্ধার করে ঘটনাটি ঘটেছে হলদিয়া কাষ্ঠখালি গ্রামে। ভবানীপুর থানার ১১জনের নামে অভিযোগ দায়ের।হলদিয়া মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি।স্থানীয় সূত্রে জানা যায় বারাম রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় অঞ্জলি হ্যান্ডেল বাধা দিলে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ কাটারই দিয়ে তার বাম হাতে কোপবুসায় ছেলের জয়দেব হান্ডেল মাকে ছাড়াতে এলে তাকে মারধর করে পায়ে হাতে বেঁধে ফেলে রাখে।