ফের কাঞ্চনপুরের কাঞ্চনছড়ায় বিরোধী দলে ধ্বস। সিপিএম নেতা তথা প্রাক্তন ব্রাঞ্চ সম্পাদক প্রদীপ চাকমা সহ ৮পরিবারে ২০জন ভোটার যোগ দিলেন বিজেপিতে।১৭নং বুথে বিজেপির এক দলীয় সভায় বিরোধী শিবির ত্যাগ করে আসা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিজেপি মন্ডল নেতৃত্ব অরুণ নাথ, তাপস নাথ, বীরেন্দ্র কর,বিমানজয় রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা।