বাংলা ভাষা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে, তার অংশ হিসেবে আজ থেকে খয়রাশোল ব্লকের সর্বত্র আন্দোলনের সূচনা হলো।আজ কেন্দ্রগড়িয়া অঞ্চলের কৃষ্ণপুর ও বড়োজোর বুথে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের কোর কমিটির কনভেনার মৃনাল কান্তি ঘোষ। তিনি আন্দোলনকারীদের উজ্জীবিত করে বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় রাজ্যজুড়ে এই লড়াই চলবে।