সরকারি পরিষেবা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হরিশ্চন্দ্রপুর 2 ব্লক প্রশাসনের তরফে ভাজান্না প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এই শিবিরে আসা মানুষদের সরকারি পরিষেবা দেওয়ার পাশাপাশি গ্রামবাসীর যে ধরনের ছোট ছোট কাজগুলি বাকি রয়েছে সেগুলি ব্লক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা শুনলেন। প্রতিটি বুথের জন্য বরাদ্দ যে ১০ লক্ষ টাকার সেই অর্থে অসম্পূর্ণ কাজ গুলি দ্রুত করে দেওয়ার বার্তা প্রশাসনিক কর্তাদের।