রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে রবিবার বিকেলে হবিবপুর খণ্ডের বুলবুলচন্ডী হাই স্কুল ময়দানে আয়োজিত হয় খণ্ড একত্রিতরণ ও পূর্ণগণ বেসে পথ সঞ্চালন,পথ সঞ্চালনটি শুরু হয় বুলবুলচন্ডী হাই স্কুল মাঠ থেকে, সেখান থেকে রাজ্য সড়ক –বুলবুলচন্ডী–কেন্দুয়া হয়ে পুনরায় বুলবুলচন্ডী হাই স্কুল ময়দানে এসে শেষ হয়। পুরো কর্মসূচিতে শতাধিক স্বয়ংসেবক অংশগ্রহণ করেন এবং নানা কার্যক্রমে যোগ দেন।