আজ বুধবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি সেকেন্ড পেপার চলাকালীন ভগবানগোলার কুঠিরামপুর অঞ্চলের গোবিন্দাটালা ভোলানাথ গাণ্ডে উচ্চ বিদ্যালয় (উঃমাঃ) কেন্দ্রে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী—শিলা খাতুন (১৭) ও হালিমা খাতুন (২০)। দুই পরীক্ষার্থীই সার্ভিয়া উচ্চ মাদ্রাসার ছাত্রী বলে জানা গিয়েছে। পরীক্ষার হলেই তাদের অসুস্থ হয়ে পড়তে দেখে শিক্ষক-শিক্ষিকারা দ্রুত উদ্যোগ নেন। অবিলম্বে অ্যাম্বুল