দেবী মূর্তি ভেঙে ফেলার ঘটনাই এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। অবিলম্বে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ এই দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি করল উত্তর মালদা বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার দুপুর চারটে নাগাদ চাঁচলের তরলতলা মোড় থেকে একটি মিছিল বের হয় যাক ওটা শহর পরিক্রমা করে চাচল থানার সামনে এসে মিছিলটি শেষ হয়। নেতৃত্ব দেন উত্তর মালদা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি নেংটো গাঙ্গুলী।