Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 30, 2025
রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের উত্তর বয়ারগদী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে শ্রী শ্রী দুর্গা উৎসবের আয়োজন করা হয় এ বছর নিয়ে তাদের পঞ্চম বছরের পদার্পণ করল এই পুজোর উদ্যোক্তা গৌতম পাল বলেন সুন্দরবনের প্রত্যন্ত এক গ্রাম্য এলাকা উত্তর বয়ারগদী এখনো অনেকেই জানে না এই পূজা মন্ডবের কথা ।এবছর মন্ডপ দইয়ের ভাড় চামচ পাটকাঠি বস্তা টিস্যু পেপার দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল সরকারি অনুদান পাওয়া গেলে এর থেকে বৃহত্তর সিমের প্যান্ডেল বানানো হবে ।