সুতি থানায় কন্ট্রোল রুমের উদ্বোধন। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে বাড়বে নিরাপত্তা ও দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা। মুর্শিদাবাদ জেলার সুতি থানার উদ্যোগে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল আধুনিক কন্ট্রোল রুম। এদিন নতুন এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। সোমবার বিকেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আধুনিক প্রযুক্তি নির্ভর এই কন্ট্রোল রুম চালু হলে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে আরও গতি আসবে।