পূর্ব মেদিনীপুর জেলার মনুচক সমবায় নির্বাচনে ১২টি আসনের মধ্যে ৯-৩আসনে জয়লাভ করে BJP বোর্ড গঠন করে। BJP মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া বলেন তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই নন্দীগ্রাম বিধানসভা সমবায় নির্বাচনে BJP জয়ের এই জয় ধারা অব্যাহত রেখেছে। ২০২৬শের বিধানসভা নির্বাচনে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাইনি।তবে এই তত্ব মানতে নারাজ CPI(M)CPIM এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভুঁইয়া তৃণমূল BJP গোপন