ঘটনাটি সোমবার বিকেলে তুফানগঞ্জ ২ ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট বাজার এলাকার ঘটনা। দুই রাজনৈতিক দলের মিছিল ও পাল্টা মিছিলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায়।জানাগেছে সোমবার বিজেপি র ৩ নং মন্ডলের তরফে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিতে বক্সির হাটে আসেন বিধায়ক মালতি রাভা। একশো দিনের টাকার দাবিতে বিধায়ক কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃনমূল ।পাল্টা স্লোগান দেয় বিজেপি।ফলে উত্তেজনা ছড়ায় এলাকায়।