গতকাল রাত থেকে টানা বৃষ্টি। আর এক রাতের টানা বৃষ্টিতেই জলমগ্ন কালনা গোটা শহরের একাধিক জায়গা। এদিন শুক্রবার সকাল থেকেই কালনা শহরের হসপিটাল সংলগ্ন এলাকা, কালনা কাটোয়া STKK রোডের উপর ধর্মডাঙ্গা সংলগ্ন এলাকা, কালনার শহরের পূর্ণ সিনেমা হল সংলগ্ন এলাকা, যোগি পাড়া, স্টেশন সংলগ্ন কামারশালা গলি, ভারত সেবাশ্রমের সননিকট বিভিন্ন এলাকায় জমেছে জল। এমনকি স্থানীয় এলাকায় থাকা দোকান গুলিও জলমগ্ন।