বৃহস্পতিবার সকালে ফের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। সময় মতো মেট্রো না চলায় চরম বিপাকে পড়েন নৃত্যযাত্রীরা । মূলত, সকাল নাগাদ মেট্রোর প্রত্যেকটি স্টেশনে থাকে যাত্রীদের ব্যাপক ভিড়। দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোর উপরই ভরসা রাখেন তাঁরা। জানা যাচ্ছে, শহিদ ক্ষুদিরাম থেকে টলিগঞ্জ অর্থাৎ মেইন লাইনে বিগত কয়েকদিন ধরেই বিপর্যস্ত রয়েছে পরিষেবা। আজও তার ব্যতিক্রম হল না। জানা গিয়েছে, সকাল ৮টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। সমস্যার কারণ এখনও জানা যায়নি।