শনিবার বিকেলে এই মিছিলটি তুফানগঞ্জ দুই ব্লকের মহিষ কুচি দুই গ্রাম পঞ্চায়েতের বাকলা বাজারে সংঘটিত হয়। তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙ্গালীদের হেনস্থা তৎসহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তাদের এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূলের সভাপতি নিরঞ্জন সরকার। এছাড়াও ছিলেন যুব সভাপতি মহেশ বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস সহ অন্যান্যরা।