তমলুক হসপিটালে এক মহিলার অস্বাভাবি মৃত্যুর ময়না তদন্ত করা হয়, ওই মহিলার নাম চন্দনা প্রামানিক বয়স ৩৭ বছর বাড়ি নন্দকুমারর কুমর আড়া গ্রামে, গতকাল রাতে তমলুকের একটি হোটেল থেকে প্রতিদিনের মতো রান্না করে বাড়ি ফিরছিলেন |নন্দকুমারের হরিপুর রেলওয়ে লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাকে খুন করে বলে স্থানীয় মানুষজনের দাবি |পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠায় |তবে কে বা কারা ওই মহিলাকে খুন করে তদন্ত করছে পুলিশ |