সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকেও চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি। মঙ্গলবার বার রঘুনাথপুর ১ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েতের গদিবেড়ো SRCA বিদ্যালয়ে এই কর্মসূচিতে বেড়ো গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথকে নিয়ে এই সভা করা হয়।পাশাপাশি দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়।এদিনের ঐ শিবিরে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের প্রচার চালানো হয়।