মহেশ কলোনির অধিবাসীবৃন্দের পরিচালনায় এবং মহেশ কলোনি সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে হুগলির শ্রীরামপুরের মহেশ অঞ্চলে ৭৬ তম বর্ষের আকর্ষণ 'নতুন দিনের আলো।' বুধবার রাত প্রায় ১২টার পরেও বহু মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশের কথা মাথায় রেখে কোন রকমের প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার না করে শুধুমাত্র পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে গোটা মন্ডপ।